০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
স্থানীয় সংবাদ

মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা আয়োজন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে বায়ান্নর ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। দিবসটি উদযাপনের জন্য অস্থায়ী শহিদ মিনারে শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বইমেলা, নৃত্য, নাটক, ছোটদের চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব  মিশিগানের উদ্যোগে আগামী ২০ ফেব্রুয়ারী রাত সাড়ে ১১টায় সংগঠনের মেডিসন হাইটসের কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বায়ান্নর ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আয়োজন করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান জানান, রাত ১২টা ১মিনিটে তাদের কার্যালয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ৫২’র ভাষা আন্দোলন নিয়ে আলোচনা অনুষ্ঠান থাকবে। প্রতিবারের মতো এবারো মিশিগানের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নের্তৃবৃন্দ, সদস্য, সদস্যা ও বিভিন্ন পেশাজীবিরাও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে তিনি জানান।  বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ–এর উদ্যোগে আগামী ২৩ ফেব্রুয়ারি রোববার দুপুরে হ্যামট্রাম্যাক সিটির একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে থাকবে শিশু–কিশোর–কিশোরীদের বয়স ভিত্তিক চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা। অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে পুরস্কার। থাকবে আলোচনা অনুষ্ঠান। সংগঠনটি বইমেলার আয়োজন করবে বলে জানিয়েছেন সংগঠনের একজন কর্মকর্তা সঞ্জয় দেব। তিনি আরো জানান, অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২টায়, প্রতিযোগিতায় অংশ গ্রহণে ইচ্ছুকেরা আগামী ১৮  ফেব্রুয়ারী আগে নাম নিবন্ধন করতে হবে। সিম্ফনি ক্লাবের উদ্যোগে আগামী ২৩ ফেব্রুয়ারি রোববার রাতে ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে শহিদ দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।

 

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মিশিগানে আগামী ১২ ও ১৩ এপ্রিল ভ্রাম্যমাণ কনসুলার সার্ভিস

স্থানীয় সংবাদ

মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা আয়োজন

আপডেট টাইম : ০১:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে বায়ান্নর ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। দিবসটি উদযাপনের জন্য অস্থায়ী শহিদ মিনারে শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বইমেলা, নৃত্য, নাটক, ছোটদের চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব  মিশিগানের উদ্যোগে আগামী ২০ ফেব্রুয়ারী রাত সাড়ে ১১টায় সংগঠনের মেডিসন হাইটসের কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বায়ান্নর ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আয়োজন করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান জানান, রাত ১২টা ১মিনিটে তাদের কার্যালয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ৫২’র ভাষা আন্দোলন নিয়ে আলোচনা অনুষ্ঠান থাকবে। প্রতিবারের মতো এবারো মিশিগানের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নের্তৃবৃন্দ, সদস্য, সদস্যা ও বিভিন্ন পেশাজীবিরাও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে তিনি জানান।  বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ–এর উদ্যোগে আগামী ২৩ ফেব্রুয়ারি রোববার দুপুরে হ্যামট্রাম্যাক সিটির একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে থাকবে শিশু–কিশোর–কিশোরীদের বয়স ভিত্তিক চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা। অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে পুরস্কার। থাকবে আলোচনা অনুষ্ঠান। সংগঠনটি বইমেলার আয়োজন করবে বলে জানিয়েছেন সংগঠনের একজন কর্মকর্তা সঞ্জয় দেব। তিনি আরো জানান, অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২টায়, প্রতিযোগিতায় অংশ গ্রহণে ইচ্ছুকেরা আগামী ১৮  ফেব্রুয়ারী আগে নাম নিবন্ধন করতে হবে। সিম্ফনি ক্লাবের উদ্যোগে আগামী ২৩ ফেব্রুয়ারি রোববার রাতে ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে শহিদ দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।