০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
সংস্কৃতি ও বিনোদন

মিশিগানে আগামী ২২ ও ২৩ জুলাই দুইদিনব্যাপী বাংলাদেশী মেলা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ‘সিটি স্কয়ার’ এ ‘জন্মভূমির স্পর্শ নতুন বাসভূমে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ এসোসিয়েশান অব মিশিগান(বিএএম) এর উদ্যোগে  আগামী ২২ ও ২৩ জুলাই (শনি ও রবিবার) দুইদিনব্যাপী  ‘বাংলাদেশী আমেরিকান ফ্যাষ্টিভ্যাল ২০২৩’ অনুষ্টিত হতে যাচ্ছে। জানা গেছে, এবার মেলার ১৪তম বর্ষপূর্তি। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি  চলবে এ মেলা। ছন্দে বাধা  প্রবাস জীবনের  নগর ব্যস্ততায়  পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবাসহ সবাইকে নিয়ে আনন্দমূখর, মূলত সবার সঙ্গে মিলিত হওয়ার, আড্ডা দেবার, উৎসব উদযাপনের এক সুবর্ণ সুযোগ এ মেলা। গত ১৫ জুলাই, শনিবার বিকেলে ওয়ারেন সিটির একটি রেষ্টুরেন্টে ‘মিট দ্যা প্রেস’ এ  আয়োজকরা জানান, বাংলা, বাঙ্গালি সংস্কৃতি, কৃষ্টি,ঐতিহ্য, নতুন প্রজন্মকে জানানো ও তাদের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য এ মেলা। মেলায় থাকবে রকমারি দোকানপাট। সেসব দোকানে থাকবে  বাংলাদেশী পণ্যের বাহার। শাড়ী, গহনা, খেলনা, ঘর সাজানোর জিনিষ,খাবারের দোকান। প্রবাসে মেলা এখন বাঙ্গালির এক বিশেষ পার্বণ। মেলায় থাকবে আকর্ষণীয় রাফেল ড্র। আয়োজকরা আরো জানান, বিনামূল্যে শিশু কিশোরদের বুকব্যাগ বিতরণ করা হবে।  মেলায় স্থানীয় শিল্পীরা অংশ গ্রহণ করবেন। অতিথি শিল্পীদের মধ্যে থাকবেন বাংলাদেশ থেকে আগত পান্থ কানাই, জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী কালা

ছবি : সংগৃহিত

মিয়া ও তার দল, জনপ্রিয় গায়ক ফুয়াদ আল মুকতাদিরসহ আরো অনেকে। এছাড়াও মেলায় সঙ্গীত পরিবেশন করবেন উত্তর আমেরিকার বিভিন্ন শিল্পীরা। মেলায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওপর একটি প্রামাণ্য চিত্র দেখানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন। মেলা প্রাঙ্গণে অতিরিক্ত সুবিধা হচ্ছে, শিশু কিশোরদের খেলার জায়গা ও পানির ফোয়ারা। এসব জায়গায় বাচ্চারা খেলাধূলা করতে এবং ফোয়ারার পানিতে ভিজে আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা যাবে। ‘মিট দ্যা প্রেস’ এ বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব মিশিগান (বাম) এর সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন কবির, সংগঠনের উপদেষ্টা খাজা শাহাব আহমেদসহ বামের অন্যান্য নের্তৃবৃন্দ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শেলবি টাউনশিপের জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতার

সংস্কৃতি ও বিনোদন

মিশিগানে আগামী ২২ ও ২৩ জুলাই দুইদিনব্যাপী বাংলাদেশী মেলা

আপডেট টাইম : ০২:০১:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ‘সিটি স্কয়ার’ এ ‘জন্মভূমির স্পর্শ নতুন বাসভূমে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ এসোসিয়েশান অব মিশিগান(বিএএম) এর উদ্যোগে  আগামী ২২ ও ২৩ জুলাই (শনি ও রবিবার) দুইদিনব্যাপী  ‘বাংলাদেশী আমেরিকান ফ্যাষ্টিভ্যাল ২০২৩’ অনুষ্টিত হতে যাচ্ছে। জানা গেছে, এবার মেলার ১৪তম বর্ষপূর্তি। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি  চলবে এ মেলা। ছন্দে বাধা  প্রবাস জীবনের  নগর ব্যস্ততায়  পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবাসহ সবাইকে নিয়ে আনন্দমূখর, মূলত সবার সঙ্গে মিলিত হওয়ার, আড্ডা দেবার, উৎসব উদযাপনের এক সুবর্ণ সুযোগ এ মেলা। গত ১৫ জুলাই, শনিবার বিকেলে ওয়ারেন সিটির একটি রেষ্টুরেন্টে ‘মিট দ্যা প্রেস’ এ  আয়োজকরা জানান, বাংলা, বাঙ্গালি সংস্কৃতি, কৃষ্টি,ঐতিহ্য, নতুন প্রজন্মকে জানানো ও তাদের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য এ মেলা। মেলায় থাকবে রকমারি দোকানপাট। সেসব দোকানে থাকবে  বাংলাদেশী পণ্যের বাহার। শাড়ী, গহনা, খেলনা, ঘর সাজানোর জিনিষ,খাবারের দোকান। প্রবাসে মেলা এখন বাঙ্গালির এক বিশেষ পার্বণ। মেলায় থাকবে আকর্ষণীয় রাফেল ড্র। আয়োজকরা আরো জানান, বিনামূল্যে শিশু কিশোরদের বুকব্যাগ বিতরণ করা হবে।  মেলায় স্থানীয় শিল্পীরা অংশ গ্রহণ করবেন। অতিথি শিল্পীদের মধ্যে থাকবেন বাংলাদেশ থেকে আগত পান্থ কানাই, জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী কালা

ছবি : সংগৃহিত

মিয়া ও তার দল, জনপ্রিয় গায়ক ফুয়াদ আল মুকতাদিরসহ আরো অনেকে। এছাড়াও মেলায় সঙ্গীত পরিবেশন করবেন উত্তর আমেরিকার বিভিন্ন শিল্পীরা। মেলায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওপর একটি প্রামাণ্য চিত্র দেখানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন। মেলা প্রাঙ্গণে অতিরিক্ত সুবিধা হচ্ছে, শিশু কিশোরদের খেলার জায়গা ও পানির ফোয়ারা। এসব জায়গায় বাচ্চারা খেলাধূলা করতে এবং ফোয়ারার পানিতে ভিজে আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা যাবে। ‘মিট দ্যা প্রেস’ এ বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব মিশিগান (বাম) এর সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন কবির, সংগঠনের উপদেষ্টা খাজা শাহাব আহমেদসহ বামের অন্যান্য নের্তৃবৃন্দ।