যুক্তরাষ্ট্রের মিশিগানে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত বুধবার ১০ এপ্রিল ঈদ উদযাপিত হয়েছে। অঙ্গরাজ্যের ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, ওয়ারেন, ট্রয়, স্টার্লিং হাইটস, রয়েল অক, মেডিসন হাইটস, ডিয়ারবর্ণসহ বিভিন্ন স্থানের বাঙ্গালি মুসলিম অধিবাসীরা সকালে বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অংশ গ্রহণ করেন। বেশীর ভাগ মসজিদেই একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আবহাওয়া ভাল থাকায় সকাল হতেই বিভিন্ন মসজিদে মুসল্লীদের ঢল নামে। মসজিদের ভিতরে জায়গা না
হওয়ায় অনেককেই মসজিদের বাইরে সামাজ পড়তে দেখা যায়। মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ২০টির অধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। সবার মধ্যেই একটা আলাদা আনন্দ ছিল বিশেষ করে ছোটছোট শিশু কিশোরদের মধ্যে। সকাল হতেই রংবেরংয়ের পোষাক পরে মাথায় টুপি দিয়ে অভিভাবকদের সাথে তারা নামাজ পড়তে মসজিদে যায়। বেশ কয়েকটি মসজিদে নামাজের পর মুসল্লীদের মধ্যে খাবার বিতরণ করতে দেখা যায়। কয়েকটি মসজিদে পুরুষদের পাশাপাশি নারীরাও আলাদা ব্যবস্থায় নামাজ আদায় করেন। নামাজের পর ছিল কোলাকোলি, আত্মীয়স্বজনদের বাড়ীতে যাওয়া, খাওয়া দাওয়া করা, বিকেলে ঘুরাফিরা। এদিকে ঈদের আগে
মিশিগানের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্টানের উদ্যোগে ঈদ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রচুর ক্রেতা এবং কেনাকাটা হয়েছে বলে অংশ গ্রহণকারীরা জানিয়েছেন। উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করলে তারা জানান, ঈদে ব্যতিক্রমী একটা কিছু করে মোটামোটি সবাইকে একত্রিত করা ও মেলার মাধ্যমে আনন্দ মেতে ওঠার জন্যই এ ঈদ মেলা।