উত্তর আমেরিকার বৃহত্তম বাংলাদেশী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফোবানার ৩৮তম সম্মেলন হচ্ছে মিশিগানের ডেট্রয়েটে। আয়োজক বাংলাদেশ এসোসিয়েশান অব মিশিগান।
আগামী ৩০, ৩১ আগষ্ট ও ১ সেপ্টেম্বর, ২০২৪ ফোবানার ৩৮তম সম্মেলন মিশিগানের ডেট্রয়েটে অনুষ্ঠিত হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে বাংলা টাউনখ্যাত ডেট্রয়েটের জেইন ফিল্ডে এবং হোটেল একোমডেশান, সেমিনার, ওয়ার্কশপ সাউথ ফিল্ড শহরের হিলটন গার্ডেনে।
সম্মেলনে থাকবে বিশেষ সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভা, বিজনেস নেটওয়ার্কিং সামিট, সাংস্কৃতি অনুষ্ঠান, বাউল সন্ধ্যা, ব্যান্ড শো, সিনেমা, স্লাইড শো, আর্ট এগজিবিশান, ফ্যাশন শো, ট্যালেন্ট শো, ইয়থ ফোরাম, নাটক, নৃত্য, ফটো প্রদর্শনী, লটারি, রাফেল ড্র, দেশী আড্ডা, শতাধিক স্টল যাতে থাকবে বাংলাদেশি কাপড়, খেলনা, ঘর সাজানোর জিনিষ, রকমারি খাবারের দোকান। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীদের গান, নৃত্য। থাকবে কবি সাহিত্যিকদের নিয়ে আড্ডা কাব্য জলসা, বিজ্ঞান ও প্রযুক্তি, জলবায়ু বিষয়ে বিশেষ অনুষ্ঠান, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে থাকবে বিশেষ আয়োজন। ৩০ আগস্ট বিকেল ৬টা থেকে রাত ১০টা অবধি হিল্টন গার্ডেন ইন এ অনুষ্টিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। ফোবানা সম্মেলনে নিউইয়র্ক প্রথম আলো ফাউন্ডেশন ‘দেখা সাক্ষাৎ’ নামে একটি অনুষ্ঠান করছে। ৩১ আগস্ট শনিবার হিল্টন গার্ডেন ইন, সাউথফিল্ড ঠিকানায় বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে গান, কবিতা, নাগরিক অধিকার বিষয়ক আলোচনা থাকবে বলে জানানো হয়েছে।
ফোবানা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন কমিটি, উপকমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে এবং সম্মেলনের প্রস্তুতি প্রায় সম্পন্ন।
ফোবানার মূল লক্ষ্য হচ্ছে, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা বাংলাদেশিদের বাংলা ও বাঙালি সম্পর্কে সঠিক ধারণা দেয়া, বাংলার কৃষ্টি, ঐতিহ্য, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিকে তুলে ধরা।
মিশিগানে একটি বাংলাদেশ কনস্যুলেট খোলার ব্যাপারে ফোবানার মাধ্যমে জোর দাবী জানানোর আহবান জানিয়েছেন মিশিগান প্রবাসী বাঙালিরা।
কর্মকর্তারা জানান, ফোবানার মূল লক্ষ্য হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রাখা, নতুন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসারে সাহায্য করা, উত্তর আমেরিকায় বসবাসকারি বাংলাদেশিদের মধ্যে যোগসুত্র গড়ে তোলা, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সেতু বন্ধন তৈরী করা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। আসন্ন ফোবানা সম্মেলন হয়ে ওঠুক প্রবাসের মাটিতে হাজার হাজার বাংলাদেশিদের এক মিলন মেলা।
মিশিগান হচ্ছে আমেরিকার মধ্যে দ্বিতীয় বাঙালি জনবহুল অঙ্গরাজ্য, এখানে প্রায় ৫০ হাজারের বেশী প্রবাসী বাংলাদেশি বাস করেন বলে ধারণা করা হয়।
২০০৩ সালে তৎকালিন বাংলাদেশ এসোসিয়েশান অব মিশিগানের সভাপতি আকিকুল হক শামীমের নের্তৃত্বে মিশিগানের ডেট্রয়েটে সফল ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সম্মেলনে বাংলাদেশের অনেক শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় তারকাদের সমাবেশ ঘটেছিল।