০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
উৎসব

প্রথমবারের মতো ডেট্রয়েট সিটি সপ্তাহব্যাপী আলোর উৎসব পালন করছে

এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটি সপ্তাহব্যাপী (২০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর) আলোর উৎসব পালন করছে। ‘মোমো চা’ ও ‘ডেট্রয়েট শিপিং কোম্পানী’সহ একাধিক স্থানে এ উৎসব পালন করা হচ্ছে। শান্তি ফাইন্ডেশনের সহায়তায় ‘দিওয়ালী ইন দ্যা ডি’র লক্ষ্য হলো সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি ও ডেট্রয়েটে নতুন ঐতিহ্য সৃষ্টি করা। শান্তি ফাইন্ডেশনের সুরভ দেব বলেন, দীপাবলী হচ্ছে নতুনের সূচনা, ঐক্য, আনন্দের একটি উৎসব। সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানে থাকবে নৃত্য, সঙ্গীত, থিয়েটার, ঐতিহ্যবাহী খাবার, শিল্পকর্ম, পরিবারবান্ধব বিভিন্ন কর্মকান্ড, নতুন দর্শকদের কাছে দীপাবলীর ঐতিহ্যের পরিচয় করিয়ে দেয়া, কর্মশালা ও প্রদর্শনী।

Tag :
About Author Information

মিশিগানে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের গণসংবর্ধনা, জাতির উদ্দেশ্যে ৪১টি অঙ্গীকার

উৎসব

প্রথমবারের মতো ডেট্রয়েট সিটি সপ্তাহব্যাপী আলোর উৎসব পালন করছে

আপডেট টাইম : ০৬:০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটি সপ্তাহব্যাপী (২০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর) আলোর উৎসব পালন করছে। ‘মোমো চা’ ও ‘ডেট্রয়েট শিপিং কোম্পানী’সহ একাধিক স্থানে এ উৎসব পালন করা হচ্ছে। শান্তি ফাইন্ডেশনের সহায়তায় ‘দিওয়ালী ইন দ্যা ডি’র লক্ষ্য হলো সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি ও ডেট্রয়েটে নতুন ঐতিহ্য সৃষ্টি করা। শান্তি ফাইন্ডেশনের সুরভ দেব বলেন, দীপাবলী হচ্ছে নতুনের সূচনা, ঐক্য, আনন্দের একটি উৎসব। সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানে থাকবে নৃত্য, সঙ্গীত, থিয়েটার, ঐতিহ্যবাহী খাবার, শিল্পকর্ম, পরিবারবান্ধব বিভিন্ন কর্মকান্ড, নতুন দর্শকদের কাছে দীপাবলীর ঐতিহ্যের পরিচয় করিয়ে দেয়া, কর্মশালা ও প্রদর্শনী।