০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
আবির্ভাব উৎসব

দুর্গা টেম্পলে শ্রীশ্রী জগদ্বন্ধু সুন্দরের ১৫১তম আবির্ভাব উৎসব উদযাপিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের দুর্গা টেম্পলে গতকাল ১৪মে শনিবার শ্রীশ্রী জগদ্বন্ধু সুন্দরের ১৫১তম আবির্ভাব উৎসব উদযাপিত হয়েছে। দুপুর ১২টায় পূজা, বেলা ১টায় গীতা পারায়ন অনুষ্টিত হয়। গীতা পাঠ করেন সর্বশ্রী পারিন্দ্র চক্রবর্তী, বকুল পাল, মহীতোষ ভৌমিক ও হেনা দাশ। এরপর ছিল কীর্তন। কীর্তনে অংশ গ্রহণ করেন মন্দিরের ভক্তবৃন্দ। প্রসাদ বিতরণ হয় বেলা ২টায়। আবহাওয়া ভাল থাকায় মন্দিরে প্রচুর দর্শক সমাগম হয়।

ছবি : মিশিগান দর্পন

Tag :
About Author Information

মিশিগানে ‘বাংলাটাউন’ নামক ফলকটিতে কে বা কারা বাংলাদেশের পতাকাটি মুছে দিয়েছে

আবির্ভাব উৎসব

দুর্গা টেম্পলে শ্রীশ্রী জগদ্বন্ধু সুন্দরের ১৫১তম আবির্ভাব উৎসব উদযাপিত

আপডেট টাইম : ১১:৪২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের দুর্গা টেম্পলে গতকাল ১৪মে শনিবার শ্রীশ্রী জগদ্বন্ধু সুন্দরের ১৫১তম আবির্ভাব উৎসব উদযাপিত হয়েছে। দুপুর ১২টায় পূজা, বেলা ১টায় গীতা পারায়ন অনুষ্টিত হয়। গীতা পাঠ করেন সর্বশ্রী পারিন্দ্র চক্রবর্তী, বকুল পাল, মহীতোষ ভৌমিক ও হেনা দাশ। এরপর ছিল কীর্তন। কীর্তনে অংশ গ্রহণ করেন মন্দিরের ভক্তবৃন্দ। প্রসাদ বিতরণ হয় বেলা ২টায়। আবহাওয়া ভাল থাকায় মন্দিরে প্রচুর দর্শক সমাগম হয়।

ছবি : মিশিগান দর্পন