০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
স্থানীয় সংবাদ

গভর্নর নির্বাচন নিয়ে মিশিগানের মূলধারার রাজনীতি হঠাৎ সরগরম

গভর্নর নির্বাচনের তারিখ দূরে থাকলেও এ নির্বাচনকে কেন্দ্র করে মিশিগানের মূলধারার রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে। বর্তমান গভর্নর গ্রীচেন হোয়াইটমার ও বর্তমান লেফটেন্যান্ট গভর্নর গার্লিন গ্রীলক্রেষ্ট দুই জনই আর গভর্নর পদে ভোট করতে পারবেন না কারণ তারা ইতিমধ্যেই দুইবার নির্বাচিত হয়েছেন। মিশিগানের আইনানুযায়ী এ পদে তৃতীয়বার অংশ গ্রহণের সুযোগ নেই। মিশিগানের সেক্রেটারি অব স্টেট জোসেলিন বেনসন আজ বুধবার সকালে আগামী গভর্নর নির্বাচনে তার অংশ গ্রহণের কথা এক ভিডিও বার্তায় জানান। তিনি বলেন, সত্যিকার অর্থেই আমি সবার জন্য কাজ করতে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমাদের এমন নেতা প্রয়োজন যারা স্বচ্ছ ও জবাবদিহিমূলক। এদিকে মিশিগান সিনেট রিপাবলিক নেতা অ্যারিক নেসবিট গতকাল মঙ্গলবার সকালে ঘোষণা করেছেন যে তিনি আগামী গভর্ণর নির্বাচনে জিওপি মনোনয়ন চাইবেন। তিনি বলেন মিশিগানবাসী ডেমোক্রেটদের কাছ থেকে যে কাজ বা সুবিধা পাচ্ছেন তার চেয়ে আরো ভাল কিছু তিনি দিতে পারবেন বলে জানান। তিনি মিশিগানকে আরো সুন্দর, মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধশালী করবেন বলে জানান। এদিকে ডেট্রয়েটের ডেমোক্রেট মেয়র মাইক ডুগান আগামী গভর্নর ভোটে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন তবে তিনি কোনো দল থেকে নির্বাচন করছেন না, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যদিও তিনি একজন ডেমোক্রেট। তিনি বলেন, ল্যান্সিং এ যা ঘটছে তা আমি দেখছি, দিন দিন তা খারাপ হচ্ছে, পরিবেশ পক্ষপাতদুষ্ট ও বিষাক্ত হচ্ছে। এছাড়াও মিশিগানের সাবেক অ্যাটর্নি জেনারেল মাইক কক্স রাজ্যের কাছে কাগজপত্র দাখিল করেছেন যাতে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্ভাব্য প্রচারণার জন্য তহবিল সংগ্রহ করার অনুমতি দেয়া হয়। তিনি লিভোনিয়া ভিত্তিক রিপাবলিকান অ্যাটর্নি হিসাবে ব্যক্তিগত অনুশীলনে ফিরে আসার আগে ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসাবে কাজ করেছিলেন। আগামীতে হয়তো আরো কেউ কেউ গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিবেন তবে ইতিমধ্যেই যেসব হ্যাভিয়েট প্রার্থীরা প্রার্থীতা ঘোষণা করেছেন তাতে এখনই বুঝা যাচ্ছে মিশিগানের আগামী গভর্নর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে উল্লেখ্য মিশিগানের আগামী গভর্নর ভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩ নভেম্বর। যদিও এর আগে অনেক আনুষ্ঠানিকতা রয়েছে।

Tag :
About Author Information

মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্থানীয় সংবাদ

গভর্নর নির্বাচন নিয়ে মিশিগানের মূলধারার রাজনীতি হঠাৎ সরগরম

আপডেট টাইম : ০৮:২৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

গভর্নর নির্বাচনের তারিখ দূরে থাকলেও এ নির্বাচনকে কেন্দ্র করে মিশিগানের মূলধারার রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে। বর্তমান গভর্নর গ্রীচেন হোয়াইটমার ও বর্তমান লেফটেন্যান্ট গভর্নর গার্লিন গ্রীলক্রেষ্ট দুই জনই আর গভর্নর পদে ভোট করতে পারবেন না কারণ তারা ইতিমধ্যেই দুইবার নির্বাচিত হয়েছেন। মিশিগানের আইনানুযায়ী এ পদে তৃতীয়বার অংশ গ্রহণের সুযোগ নেই। মিশিগানের সেক্রেটারি অব স্টেট জোসেলিন বেনসন আজ বুধবার সকালে আগামী গভর্নর নির্বাচনে তার অংশ গ্রহণের কথা এক ভিডিও বার্তায় জানান। তিনি বলেন, সত্যিকার অর্থেই আমি সবার জন্য কাজ করতে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমাদের এমন নেতা প্রয়োজন যারা স্বচ্ছ ও জবাবদিহিমূলক। এদিকে মিশিগান সিনেট রিপাবলিক নেতা অ্যারিক নেসবিট গতকাল মঙ্গলবার সকালে ঘোষণা করেছেন যে তিনি আগামী গভর্ণর নির্বাচনে জিওপি মনোনয়ন চাইবেন। তিনি বলেন মিশিগানবাসী ডেমোক্রেটদের কাছ থেকে যে কাজ বা সুবিধা পাচ্ছেন তার চেয়ে আরো ভাল কিছু তিনি দিতে পারবেন বলে জানান। তিনি মিশিগানকে আরো সুন্দর, মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধশালী করবেন বলে জানান। এদিকে ডেট্রয়েটের ডেমোক্রেট মেয়র মাইক ডুগান আগামী গভর্নর ভোটে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন তবে তিনি কোনো দল থেকে নির্বাচন করছেন না, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যদিও তিনি একজন ডেমোক্রেট। তিনি বলেন, ল্যান্সিং এ যা ঘটছে তা আমি দেখছি, দিন দিন তা খারাপ হচ্ছে, পরিবেশ পক্ষপাতদুষ্ট ও বিষাক্ত হচ্ছে। এছাড়াও মিশিগানের সাবেক অ্যাটর্নি জেনারেল মাইক কক্স রাজ্যের কাছে কাগজপত্র দাখিল করেছেন যাতে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্ভাব্য প্রচারণার জন্য তহবিল সংগ্রহ করার অনুমতি দেয়া হয়। তিনি লিভোনিয়া ভিত্তিক রিপাবলিকান অ্যাটর্নি হিসাবে ব্যক্তিগত অনুশীলনে ফিরে আসার আগে ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসাবে কাজ করেছিলেন। আগামীতে হয়তো আরো কেউ কেউ গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিবেন তবে ইতিমধ্যেই যেসব হ্যাভিয়েট প্রার্থীরা প্রার্থীতা ঘোষণা করেছেন তাতে এখনই বুঝা যাচ্ছে মিশিগানের আগামী গভর্নর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে উল্লেখ্য মিশিগানের আগামী গভর্নর ভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩ নভেম্বর। যদিও এর আগে অনেক আনুষ্ঠানিকতা রয়েছে।