আজ সকাল সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ বাচিকশিল্পী পার্থ ঘোষ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় তিনি মুক্তিযুদ্ধের খবর পাঠ করে খুব জনপ্রিয় হয়েছিলেন।বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে ও তার স্ত্রীকে ‘ মুক্তিযুদ্ধ মৈত্রী সন্মাননা’ দেয়া হয়েছিল ২০১৩ সালে। রেডিওয় উপস্থাপক হিসেবে আবৃত্তিকার দম্পতি পার্থ–গৌরীর পেশা জীবন শুরু। দীর্ঘদিন তাঁরা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন।

বিশেষ প্রতিনিধি : 









